ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি কর্মীকে কোপালেন আ’লীগ নেতা

বিএনপি কর্মীকে কোপালেন আ’লীগ নেতা

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫ | ১০:৪৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ | ১১:৫০

মুন্সীগঞ্জের চর বাংলাবাজার এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।
 
বাংলাবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিজি, সদস্য নাসু সরকার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলু মোল্লা গং এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই গুরুতর আহত বিএনপি কর্মী নজু মোল্লাকে (৪৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় বিএনপি নেতাকর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। 

আহত নজু মোল্লা বলেন, বর্গা নেওয়া কৃষিজমির পাশের ডোবা থেকে তাঁকে না জানিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিজি, সদস্য নসু সরকার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলু মোল্লা গংরা। তাঁর ডোবার মাছ তারা কেন ধরে নিয়ে যাচ্ছেন জানতে চাইলে তারা হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। 

অভিযোগ প্রসঙ্গে জানতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিজির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। 

সদর থানার ওসি সাইফুল আলম জানান, মারামারির বিষয়টি তাঁর জানা নেই। থানায় কেউ অভিযোগও দাখিল করেনি। এরপরও বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×