ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দুর্ঘটনার কবলে পরা অটোরিকশা

লক্ষ্মীপুরে প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫ | ১৫:২৮

লক্ষ্মীপুরে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত এবং আহত হয়েছে ১ জন। সোমবার বেলা ১১ টায় সদর উপজেলার মজুচৌধুরীরহাট সড়কের বি,ইউ, চৌধুরী ফিশারিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহম্মদের ছেলে ও অপর নিহত আনোয়ার টুমচর ইউনিয়নের জগতবেড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ সময় অটোরিকশা চালক আজাদ হোসেন আহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরী হাট থেকে বালুবাহী ডাম্প ট্রাক ওভারটেক করতে গেলে পাশে থাকা দ্রুতগতির একটি অটোরিশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক জন মারা যায়। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরেক জনকে মৃত ঘোষণা করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ডাম্প ট্রাকটি এখনো জব্দ করা যায়নি। দুইজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকটির চালক এখনো পলাতক রয়েছে। 

আরও পড়ুন

×