ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সিলেট গ্যাস ফিল্ড

সিবিএ অফিসে তালা দিলেন বিএনপি-জামায়াত নেতারা

সিবিএ অফিসে তালা দিলেন বিএনপি-জামায়াত নেতারা

সিলেট গ্যাস ফিল্ড

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫ | ২১:৪২

জৈন্তাপুর উপজেলায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের সিবিএ অফিসে তালা লাগিয়ে দিয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা। রোববার বিকেলে জৈন্তাপুরের চিকনাগুল পানিছড়ার গ্যাস ফিল্ডটির প্রধান কার্যালয়ে অবস্থিত সিবিএ অফিসে তারা তালা লাগিয়ে দেন। 

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগে এই অফিসটি গ্যাস ফিল্ডস কর্মচারী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। তবে একই দিনে বিএনপি সমর্থিত নন-সিবিএ কর্মচারী ইউনিয়নের অফিস উদ্বোধন করেন বিএনপি-জামায়াত নেতারা।  

সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের নেতৃত্বে ২০-২৫ জন গত রোববার গ্যাস ফিল্ডে প্রবেশ করেন। তারা প্রথমে বৈঠক করেন গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলামের সঙ্গে। বৈঠক শেষে তারা সিবিএ অফিসে অবস্থানরত দুই কর্মচারীকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন। পরে শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন করেন নেতারা। ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হক, ফতেহপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রফিক আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুহেব আহমেদ প্রমুখ।

এদিকে সিবিএ সাধারণ সম্পাদক আব্দুস সোবহান অফিসে তালা লাগানোর ঘটনায় ওই দিন সন্ধ্যায় গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (প্রশাসন) বরাবর লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি উল্লেখ করেন, বহিরাগত ৩৫-৪৫ জন অফিসটিতে তালা লাগিয়ে দেয়। অফিসের ভেতরে ইলেকট্রিক যন্ত্রপাতি রয়েছে। তা চালু থাকলে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সিবিএ অফিস তালা লাগানোর বিষয়টি স্বীকার করে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ জানান, ওই অফিসের লোকজন আওয়ামী লীগের অনুসারী। সে জন্য তালা লাগিয়ে দিয়েছেন।

এর আগে সরকার পতনের পর সিবিএ অফিস থেকে কর্মচারী লীগের সাইনবোর্ড ও ভেতরে রাখা বঙ্গবন্ধুসহ বিভিন্ন নেতার ছবি সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুন

×