আবু সাঈদ হত্যাকাণ্ড: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল রংপুরে

রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। ছবি-সমকাল
রংপুর অফিস ও বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫ | ২২:৪৯
বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ময়নুল করিমের নেতৃত্বে ১২ সদস্যের তদন্ত দল রংপুরে পৌঁছেছে। সোমবার দলটি ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে।
সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে আসেন তদন্ত দলের সদস্যরা। তারা গত ১৬ জুলাই যেখানে আবু সাঈদকে গুলিতে হত্যা করে পুলিশ, সে স্থান পরিদর্শন করেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যের ভিডিও দেখে বিভিন্ন স্পট পরিদর্শন করেন। এ সময় প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার শামীম ও আরমান হোসেন ঘটনার সার্বিক বিবরণ তদন্ত দলের কাছে তুলে ধরেন।
পরিদর্শন শেষে প্রসিকিউটর ব্যারিস্টার এসএম ময়নুল করিম বলেন, ‘আবু সাঈদসহ বৃহত্তর রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। আবু সাঈদের শহীদ হওয়ার ঘটনাটি সারাদেশ তথা বিশ্বব্যাপী নাড়া দিয়েছিল। এজন্য এ হত্যাকাণ্ডকে আমরা অগ্রাধিকার দিয়েছি।’ তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে অভিযোগ পাওয়ার পর আমরা আমলে নিয়ে তদন্ত শুরু করেছি। এরই অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন, তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর সাক্ষী ও জবানবন্দি নেওয়ার কার্যক্রম চলছে। তিনি বলেন, চিফ প্রসিকিউটরের নির্দেশে তারা ৯ জন তদন্তকারী ও ৩ নিরাপত্তা কর্মকর্তা মিলে ১২ জন এসে তদন্ত করছেন।