‘বোমা বিস্ফোরণে’ ফজলু হক নিহত: ১৩ মাস পর তদন্তে গতি

ফজলু হক নিহতের ঘটনার গ্রেপ্তার আব্দুল মোতালেব সরকার ও আবু তালেব সরকার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ১৩:৫৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ | ১৮:০৬
সিরাজগঞ্জের বেলকুচির সাবেক শ্রমিক লীগ নেতা আব্দুল মোতালেবের বাড়িতে ‘বোমা বিস্ফোরণে’ চরমপন্থী সদস্য ফজলু হক নিহতের ঘটনার ১৩ মাস পর তদন্তে গতি ফিরেছে। মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর একরামুল হক রোববার থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। গতকাল সোমবার তিনি সরেজমিনে তদন্ত করেছেন।
২০২৩ সালের ১৯ ডিসেম্বর দুপুরে সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক শ্রমিক লীগ নেতা মোতালেবের বাড়িতে বোমা বিস্ফোরণে ফজলু শেখ গুরুতর আহত হন। ওইদিন বিকেল ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২২ ডিসেম্বর তার মৃত্যু হয়।
ফজলু হক নিহতের পাঁচদিন পর তার ভাই বিপুল হক সাবেক শ্রমিক লীগ নেতা মোতালেবসহ অজ্ঞাত কয়েকজকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার এক বছর পর সাবেক শ্রমিক লীগ নেতা ও তার ভাই আবু তালেবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ বোমা বিস্ফোরণের এই ঘটনার সঙ্গে সাবেক এমপি আব্দুল মমিন মন্ডল ও তার নির্বাচন সমন্বয়কারী ইঞ্জিনিয়ার আমিনুল জড়িত রয়েছেন।
তবে এই মামলার সাবেক তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম বলেন, ‘বাদীর এজাহারে সাবেক এমপি মমিন মন্ডল ও ইঞ্জিনিয়ার আমিনুলের নাম নেই।’
হঠাৎ ১৩ মাস পর মামলার তদন্তের বিষয়ে নতুন তদন্তকারী কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর একরামুল হক বলেন, ‘যেহেতু দ্রুতই চার্জশিট দাখিল করা হবে। তাই আসামিদের বিষয়ে নিজেই সরেজমিনে তদন্ত শুরু করেছি। তবে সাবেক এমপি মমিন মন্ডল ও ইঞ্জিনিয়ার আমিনুল এ ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা নিশ্চিত না। মামলার এজাহারেও সাবেক এমপি মমিন মন্ডল ও ইঞ্জিনিয়ার আমিনুলের নাম নেই।’
ফজলুর ভাই বিপুল হক বলেন, আমার ভাইকে সাবেক শ্রমিক লীগ নেতা মোতালেব ডেকে নিয়ে যায় সিরাজগঞ্জে। তাই মোতালেবসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করি। আমার ভাই হত্যার বিচার চাই আমরা।
এদিকে বোমা বিস্ফোরণে ফজলু হক নিহতের ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক এমপি মমিন মন্ডল এবং ইঞ্জিনিয়ার আমিনুলকে একাধিকবার ফোন করলেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এছাড়া দু’জনের হোয়াটসঅ্যাপ নম্বরে খুদে বার্তা পাঠালেও তারা কোন উত্তর দেননি।