ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

শ্যামনগর উপজেলা বিএনপি

সংঘর্ষের পর কমিটি বিলুপ্ত

সংঘর্ষের পর কমিটি বিলুপ্ত

ফাইল ছবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ১৫:৪২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ | ১৬:১৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত রোববার রাত থেকে সোমবার সারাদিন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হন। জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা হলে এ বিরোধ দেখা দেয়।

দলীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক উপজেলা বিএনপির কোনো কাউন্সিল হয়নি। এ সময়ে স্থানীয় নেতারা সমঝোতার মাধ্যমে দলের কমিটি গঠন করেছেন। সর্বশেষ ২০১০ সালে কমিটি গঠনের পর রাজনীতি ত্যাগসহ অনেক নেতা মৃত্যুবরণ করলেও সে জায়গা পূরণ করা হয়নি। এমনকি স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনৈতিক কার্যক্রমও তেমন দৃশ্যমান ছিল না। সর্বশেষ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবীর।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম বলেন, কেন্দ্রের নির্দেশনায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগের কমিটিসহ ১৯ জানুয়ারি ঘোষিত কমিটিও বিলুপ্ত। নতুনভাবে ঘোষিত পৌর কমিটিও বিলুপ্তির তালিকায় রয়েছে। দ্রুত কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমূল্যের সমর্থনের ভিত্তিতে নতুন ও যোগ্য নেতৃত্ব আসবে।

আরও পড়ুন

×