ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, গণহত্যার সিন্ডিকেট: জামায়াত আমির

আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, গণহত্যার সিন্ডিকেট: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ২১:২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়, গণহত্যার সিন্ডিকেট। আগে জুলাই-আগস্টের গণহত্যার বিচার হোক, ক্ষতিগ্রস্তরা উপযুক্ত বিচারটা পাক, তার পর তারাই সিদ্ধান্ত দেবেন আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা? 

মঙ্গলবার বরিশাল নগরীতে জামায়াতের কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। নগরের বান্দ রোড ঈদগাহ মাঠে এ সভা হয়।  

ডা. শফিকুর রহমান বলেন, এ দেশে চার ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বাস করছেন। একটি দল (আওয়ামী লীগ) বিভিন্ন মেয়াদে ২৩ বছর ক্ষমতায় ছিল। তারা স্বাধীনতার পর দেশের মানুষকে ভাগ করেছে। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, সংখ্যালঘু– নানা নামে বিভেদ তৈরি করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনি তো নিজেকে দেশপ্রেমিক দাবি করেন। সত্যিই দেশটাকে ভালোবাসলে বিদেশে পড়ে আছেন কেন? দেশে আসেন। আমাদেরও আপনারা বারবার জেলে পাঠিয়েছিলেন। আপনারা আমাদের যেভাবে রেখেছিলেন, আমরাও আপনাকে সেভাবেই রাখব।’ 

তিনি বলেন, আওয়ামী লীগের পতনে সফলতার দাবিদার দেশের ১৮ কোটি মানুষ। তবে নেতৃত্বের দাবিদার ছাত্র-তরুণরা। একটি দল তা মানতে চায় না। চাঁদাবাজ, দলবাজ, লুণ্ঠনকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘তোমাদের আর বাংলাদেশ কবুল করবে না। এ দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না।’ 

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন সমাবেশে বলেন, আমাদের সন্তানরা যে ইচ্ছা নিয়ে শহীদ হয়েছে, সেই ইচ্ছা পূরণ করতে হবে। তাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

বরিশাল মহানগর জামায়াতের সভাপতি অধ্যক্ষ জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমির মোহাম্মদ আব্দুল জব্বারসহ বিভিন্ন জেলা ও ইউনিট শাখার নেতারা।

আরও পড়ুন

×