ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন

মো. শাহাদাৎ হোসেন, মো. নাসিমুল হাসান
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ০০:৪৯
ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ প্রার্থী। এদের মধ্যে সভাপতি পদে জেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন মো. নাসিমুল হাসান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলের অন্য প্রার্থীরা হলেন– সহসভাপতি পদে মো. নুর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. হাসান সিকদার ও মিজানুর রহমান মুবিন, সম্পাদক ভিজিল্যন্স মাহেব হোসেন, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন (২), সম্পাদক (ভর্তি) মো. শাহজাহান, সম্পাদক (লাইব্রেরি) আল আমিন হাওলাদার, নির্বাহী সদস্য পদে এওয়াইএ সাইয়েদ ও মো. মাসুম হাওলাদার। আগামী ৩০ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী শাহাদাৎ হোসেন বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঝালকাঠি বার লাইব্রেরিতে বোমা হামলা করে তাদের মিথ্যা মামলায় আসামি করেছে। এর পর আর কোনো নির্বাচন হয়নি। আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা জয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
- বিষয় :
- নির্বাচন