ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বেনজীরের সাভানা রিসোর্টে অভিযান, এনবিআর পেল কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্য

বেনজীরের সাভানা রিসোর্টে অভিযান, এনবিআর পেল কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্য

বেনজীরের সাভানা রিসোর্টে এনবিআরের অভিযান। ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ০৪:১২

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। এ সময় অনুসন্ধান চালিয়ে কর ফাঁকির সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছে তারা। শুধু গোপালগঞ্জ নয়, বেনজীরের মালিকানাধীন দেশের সব স্থাপনায় পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানিয়েছে তদন্ত দল।

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহীর নেতৃত্বে ১৫ সদস্যের দলটি সাভানা ইকো রিসোর্টে ঢুকে বিভিন্ন অফিসকক্ষের কম্পিউটার ও নথি যাচাই-বাছাই করে তথ্য সংগ্রহ করে। এ সময় তদন্ত দল কর ফাঁকির সত্যতা পায়। আরও কিছু তথ্য পাওয়ার পর কী পরিমাণ কর ফাঁকি দেওয়া হয়েছে, তা জানা যাবে বলে জানিয়েছেন শাহ মোহাম্মদ ফজলে এলাহী।

বেনজীর আহমেদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক এবং ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইজিপি থাকাকালে গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক। রিসোর্ট এবং অন্যান্য স্থাপনা মিলে ওই এলাকায় ১ হাজার ৪০০ বিঘা জমি বেনজীরের দখলে। আদালতের নির্দেশে গত জুনে পার্কটি ক্রোক করে স্থানীয় প্রশাসন। 

আরও পড়ুন

×