ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গোবিন্দগঞ্জের দুই সাংবাদিক কারাগারে

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গোবিন্দগঞ্জের দুই সাংবাদিক কারাগারে

নূর মোহাম্মদ রায়হান ফরহাদ লিখন ও মোহাম্মদ মোস্তফা কামাল

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ০৯:২৯

জামায়াত নেতার ছেলের বিস্ফোরণ আইনে দায়ের করা মামলায় গোবিন্দগঞ্জের দুই সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার হাইকোর্ট থেকে আগাম জামিনে থাকা ওই দুই সাংবাদিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স। 
 
সাংবাদিক দুজন হলেন- দৈনিক সকালের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল ও দৈনিক আলো প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ চৌকি আদালতের শিক্ষানবীশ আইনজীবী নূর মোহাম্মদ রায়হান ফরহাদ লিখন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ঘটনায় ১১ বছর পর ২০২৪ সালের ১৪ নভেম্বর সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী প্রধানের ছেলে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দুই সাংবাদিকসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।

আরও পড়ুন

×