দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ছবি: সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ১০:২১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ | ১১:২২
ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ফলে নদীতে দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এমনকি তীব্র শীতে রাতে যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন জানান, তীব্র কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
- বিষয় :
- ফেরি চলাচল বন্ধ
- দৌলতদিয়া-পাটুরিয়া