সকালে নাশতা খেয়ে পরিবারের সবাই অসুস্থ, রাতে ডাকাতি

প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ১৩:৩৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ | ১৫:১১
সকালের নাশতা খেয়ে একই পরিবারের পাঁচজনই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে তারা রাতে ঘুমিয়ে পড়লে ঘটে ডাকাতির ঘটনা। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ শিমলাপাড়া গ্রামের জামাল মাসুদের বাড়িতে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
বাড়ির কেউ টের পায়নি। গোপনে কেউ একজন এসে সকালের নাশতায় চেতনানাশক মিশিয়ে চলে যায়। পরিবারের পাঁচ সদস্য একসঙ্গে বসে নাশতা খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন। পাঁচজনই বিভিন্ন হাসপাতালে দিনভর চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। সোমবার রাতের খাবার ও ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন সবাই। তারা যখন গভীর ঘুমে তখন ঘড়ির কাঁটা রাত ২টা পেরিয়ে গেছে। তখনই ওই বাড়িতে ঘটে দুর্ধর্ষ ডাকাতি। দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে।
গতকাল মঙ্গলবার সকালে শ্রীপুর থানার চকপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গৃহকর্তা জামাল মাসুদ জানান, তিনি, তাঁর স্ত্রী, ছেলেমেয়ে ও ৮০ বছর বয়সী বাবা একসঙ্গে বসে সোমবার সকালে নাশতা করেন। এর কিছুক্ষণ পরই সবাই দুর্বল হতে থাকেন। একপর্যায়ে মাটিতে পড়ে যান। পরে প্রতিবেশীরা তাদের মাওনা চৌরাস্তার একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন। সুস্থ হলেও শরীরের দুর্বলতা কাটছিল না। পরে রাতে আগেভাগে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে মুখোশধারী একদল ডাকাত বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুট করে নিয়ে যায়। ডাকাতরা পালিয়ে গেলে তাদের চিৎকারে সবাই এগিয়ে আসেন।
শ্রীপুর থানার মাওনার চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, পরিকল্পিতভাবে ওই বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়েছে। তারা সোমবার সকালে নাশতার সঙ্গে চেতনানাশক মিশিয়ে সবাইকে অসুস্থ করে। এরপর রাতে ওই বাড়িতে এসে লুটপাট করে। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।