ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

‘অস্ত্রের মুখে’ ঢাকা থেকে অপহৃত ব্যবসায়ী ৩ দিন পর উদ্ধার

‘অস্ত্রের মুখে’ ঢাকা থেকে অপহৃত ব্যবসায়ী ৩ দিন পর উদ্ধার

ব্যবসায়ী রোকুনুজ্জামান খান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ১৬:২৬

ঢাকা থেকে অপহৃত রোকুনুজ্জামান খান (৪০) নামে এক ব্যবসায়ীকে ৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গাবতলা মোড় এলাকার সাততলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রোকুনুজ্জামান খান ঢাকার মগবাজার দিলু রোডের নুরুদ্দিন খানের ছেলে।

উদ্ধার হওয়া ব্যবসায়ী রোকুনুজ্জামান খান জানান, গত ১৯ জানুয়ারি রাতে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আব্দুর রাকিব নামে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকার একটি হাফেজিয়া মাদরাসার সুপারসহ ৭-৮ জন অস্ত্রের মুখে তাকে অ্যাম্বুলেন্সে তোলে। এরপর চেতনানাশকের মাধ্যমে তাকে অজ্ঞান করা হয়। পরে দিন দুপুরের দিকে জ্ঞান ফিরলে একটি কক্ষে হাত-পা বাঁধা অবস্থায় তিনি নিজেকে দেখতে পান। গত ৩ দিন ধরে তাকে আটকে রেখে মারধর করা হয়। বুধবার সকালে অপহরণকারীরা তাকে ওই ভবনের দরজায় তালা মেরে বাইরে গেলে তিনি জানালা খুলে পাশের ভবনের লোকজনকে জানিয়ে সহায়তা চান। এসময় ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে অভিযুক্ত রাকিব সদর থানা চত্বরে সাংবাদিকদের বলেন, তার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল। এখন আর তার সঙ্গে ব্যবসা করতে না চাইলে রোকন টাকা দিতে টালবাহানা করে। তাই তাকে বেড়াতে আসার কথা বলে এখানে এনে পাওনা টাকা চাওয়া হয়েছে। 

মারধর প্রসঙ্গে তিনি বলেন, আটকে রাখা হলেও মারধর করা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রইস উদ্দিন বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে রোকনের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় একটি মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×