সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে রাজবাড়ীতে ‘বই পড়া’ প্রতিযোগিতা

প্রতিযোগীদের সঙ্গে অতিথিরা। ছবি: সমকাল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ১৭:৪৫
সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী শাখার উদ্যোগে ‘বই পড়া’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজবাড়ী শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শোভা’ গল্পের ওপর এ প্রতিযোগিতা হয়। এতে অংশ নেয় বিদ্যালয়টির সপ্তম থেকে দশম শ্রেণির ৪৭ ছাত্রী।
প্রতিযোগিতা আয়োজনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, উপদেষ্টা রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, রাজবাড়ী সুহৃদ সমাবেশের পাঠচক্র সম্পাদক কলেজ শিক্ষক আব্দুর রব সুমন, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক অরুণ প্রামাণিক, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, তপন কুমার পাল, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রবিউল রবি প্রমুখ।
আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী আটজনকে পুরস্কার হিসেবে বই ও কলম দেওয়া হয়েছে।
- বিষয় :
- রাজবাড়ী
- সমকাল
- সুহৃদ সমাবেশ