ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

খুলনা বিএনপির বিক্ষোভ 

সদর থানার ওসি অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সদর থানার ওসি অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম

লোগো

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ০১:৪১

খুলনা নগরীর সব থানার ওসিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। বিশেষ করে খুলনা সদর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ায় ওসি মুনীর উল গিয়াসকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি তুলেছে দলটির নেতাকর্মী।

অন্যথায় জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর ঘেরাওসহ খুলনা অচলের হুমকি দেওয়া হয়েছে। নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গতকাল বুধবার সকালে মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। 

সমাবেশে জানানো হয়, সম্প্রতি নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আমিন হোসেন বোয়িং মোল্লা ও ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদারকে সন্ত্রাসীরা হত্যা করেছে। এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন ও ছাত্রদল কর্মী নওফেলের ওপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা।

বক্তারা বলেন, গত পাঁচ মাসে পুলিশ প্রশাসনের নির্লিপ্ততায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত চার মাসে নগরীতে ১০টি হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া মাদক কারবার, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়লেও পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করছে না। এতে নগরবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

আরও পড়ুন

×