ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ধর্ষণের শিকার ছাত্রীর সন্তান প্রসব, বিপাকে পরিবার

ধর্ষণের শিকার ছাত্রীর সন্তান প্রসব, বিপাকে পরিবার

ম্যাপ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ০৫:২৩

মির্জাপুরে ধর্ষণের শিকার নবম শ্রেণির ছাত্রী সন্তান প্রসব করেছে। তবে সন্তানের পিতৃপরিচয় আদায় করতে না পেরে বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে মহড়া ইউনিয়নের একটি গ্রামে। ধর্ষকের উপযুক্ত শাস্তি ও সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে টাঙ্গাইল নারী শিশু আদালতে মামলা করেছেন কিশোরীর বাবা।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৪ এপ্রিল ভুক্তভোগী তার দাদিকে খুঁজতে গ্রামের পুড়া পুকুর পাড়ে যাচ্ছিল। এ সময় আব্দুল রশিদ (৫৫) নামে একজন মেয়েটিকে বাড়িতে ডেকে নেয়। তখন বাড়িতে রশিদ ছাড়া কেউ ছিল না। এই সুযোগে কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ করে। ওই কথা কাউকে বললে প্রাণে মারার হুমকি দেয় আব্দুর রশিদ। এরপর অনেকদিন কেটে গেলে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে বাড়ির লোকজন তার কাছে বিষয়টি জানতে চান। পরে তার স্বাস্থ্য পরীক্ষা করে পরিবারের লোকজন জানতে পারেন সে আট মাসের অন্তঃসত্ত্বা।

ভুক্তভোগীর স্বজন অভিযুক্ত আব্দুর রশিদের সঙ্গে কথা বললে ওই কিশোরীকে সামাজিক মর্যাদা দিয়ে বিয়ে করতে রাজি হয়। তবে গর্ভের সন্তানের পিতৃপরিচয় দিতে অস্বীকৃতি জানায়। এরই মধ্যে গত ২২ ডিসেম্বর একটি মেয়ে সন্তান প্রসব করে ধর্ষণের শিকার মেয়েটি। সন্তান প্রসবের পরও অভিযুক্ত রশিদ কিশোরীকে বিয়ে করতে রাজি আছে। তবে সন্তানের পিতৃপরিচয় দিতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন মাধ্যমে খবর পাঠায়।

গত ৫ জানুয়ারি কিশোরীর বাবা বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু আদালতে অভিযোগ দেন। বাদী বলেন, ‘আমি দরিদ্র অসহায়। আমার কুমারী মেয়ে সন্তান প্রসব করেছে। এই সন্তান নিয়ে পাড়া প্রতিবেশী এবং এলাকার মানুষ নানা ধরনের কথা বলে। সন্তানের লালন-পালন করা আমাদের পক্ষে খুব কঠিন। অতি কষ্টে আমরা শিুটির লালন-পালন করছি। আমার মেয়ের সর্বনাশকারীর উপযুক্ত বিচার চাই।’

মহেড়া ইউপি চেয়ারম্যান বিভাষ সরকার নুপুরের ভাষ্য, বিষয়টি লোকমুখে শুনেছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেননি। তবে এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির শাস্তি হওয়া উচিত।

আরও পড়ুন

×