আ.লীগ-যুবদল সংঘর্ষ, আহত ২০

প্রতীকী ছবি
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ০৭:২৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ | ০৮:৪৯
জমি-সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আওয়ামী লীগ ও যুবদল নেতাকর্মীর মধ্যকার সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের শেখেরহাটির এলাকায় এ সংঘর্ষ হয়। এতে আহত ব্যক্তিদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আলী রহমানের ২ একর ৫০ শতাংশ জমি ২০০৯ সালের পর দখল করে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কাওসারুল আলম কাসিদ। তিনি দলটির উপজেলা কমিটির সদস্য ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। প্রভাবশালী হওয়ায় তাঁর কাছ থেকে ওই জমি দখলমুক্ত করতে পারেননি আলী রহমান। বিষয়টি নিয়ে দুই পক্ষে বেশ কয়েকবার ছোটখাটো সংঘর্ষ হয়েছে।
বুধবার দুপুরে শেখেরহাটির এলাকার জমিটি নেতাকর্মী নিয়ে দখলমুক্ত করতে যান যুবদল নেতা আলী রহমান। এ সময় তাদের বাধা দেন আওয়ামী লীগ নেতা কাওসারুলের পক্ষের নেতাকর্মীরা। এ সময় উভয়পক্ষে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে দুই পক্ষের তাইজুল (২৬), এমদাজুল (৪০), আলী রহমান (৪৭), মন্টি খান (৩২), আলী আজহার খান (৬৩), সিপত খান (৪৫), আবুল খাঁ (৩৫), হেলিম খাঁ (৩০), সাখাইন (২৫), জাবেদ (২৭), জালাল (৩৫), ছুট্টু মিয়া (৪০), এংরাজ (৬০), বিশাল (১৭)সহ ২০ জন আহত হন। তাদের শুরুতে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
অষ্টগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের ভাষ্য, সংবাদ পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে জালাল মিয়া, চট্টু মিয়া ও বিশাল নামের তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
- বিষয় :
- আওয়ামী লীগ
- বিএনপি
- যুবদল
- সংঘর্ষ
- আহত