বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীকে মারধর, যুবলীগ নেতার বাড়িতে হামলা

প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ০৮:৫২
সিলেটের কোম্পানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যকে মারধর করা হয়েছে। হামলার অভিযোগ এনে স্থানীয় ছাত্র-জনতা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানা গেছে।
এ ঘটনায় বুধবার আহত শিক্ষার্থী বাহাদুরপুর গ্রামের বাসিন্দা সোলেমান মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় জুয়েলসহ সাতজনকে আসামি করা হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার নোয়াগাঁও গ্রামের ওই যুবলীগ নেতার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্র-জনতা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, যুবলীগ নেতা জুয়েল আহমদ দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ-শাহ আরেফিন টিলা রাস্তায় পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজি করে আসছেন। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সোলেমান ভোলাগঞ্জ যাওয়ার পথে নোয়াগাঁও গ্রামে জুয়েলের বাড়ির সামনে তাঁর ওপর হামলা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে বেশ কয়েকজন ছাত্র-জনতা ঘটনাস্থল পৌঁছালে উভয় পক্ষের মধ্যে আবার মারামারি শুরু হয়। এক পর্যায়ে যুবলীগ নেতার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্র-জনতা।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, যুবলীগ নেতার বাড়িতে হামলার কোনো তথ্য তারা পাননি। তাঁর বাড়ির সামনে জড়ো ছিলেন লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।