নড়াইলে বিএনপি নেতার বহিষ্কার চেয়ে বিক্ষোভ

সম্মেলনে ভোট কারচুপির অভিযোগ এনে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কার চেয়ে দলের একাংশের বিক্ষোভ সমাবেশ -সমকাল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ২২:০৭
সম্মেলনে ভোট কারচুপির অভিযোগ এনে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তমঞ্চে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে দলের একটি অংশ এ কর্মসূচি পালন করে।
জেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি প্রার্থী আলী হাসান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেন, সদস্য সচিব এনামুল কবির চন্দন, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল, সাধারণ সম্পাদক মোর্শেদুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রার্থী দেলোয়ার হোসেন প্রমুখ।
পৌর বিএনপির সভাপতি প্রার্থী আলী হাসান বলেন, ১৭ বছর মাঠে থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু ১৮ জানুয়ারি সম্মেলনে আমাকে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজস্ব প্রার্থীকে জয়ী করতে ভোট প্রতি কাউন্সিলরদের পাঁচ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন। দুর্নীতিবাজ এ নেতাকে দল থেকে বহিষ্কার না করলে ৫ ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলন সফল হবে না।
অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন,
নির্বাচনে হেরে একটি পক্ষ আবোলতোবল বকছে। বরং তারা ১৭ বছর কোথায় ছিলেন, আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা কী ছিল, বিএনপির সবাই তা জানে। এসব করে দলের ক্ষতি বা সম্মেলন ব্যাহত করা যাবে না।
- বিষয় :
- পদত্যাগের দাবি