দুই মামলায় জামিন পেলেন যশোর জেলা আ.লীগ সভাপতি

শহিদুল ইসলাম মিলন
যশোর অফিস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ২৩:০৯
চাঁদাবাজি ও মারপিট, মানহানি এবং হত্যার হুমকির অভিযোগে যশোর কোতোয়ালি থানায় পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
আজ বৃহস্পতিবার তাকে যশোর সদর আমলী আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তার জামিন মঞ্জুর করেন। কিন্তু তার বিরুদ্ধে ঢাকায় আরেকটি মামলায় চলমান থাকায় তাকে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে যশোর সদর কোর্ট জিআরও খায়রুল ইসলাম জানান, শহিদুল ইসলাম মিলন ঢাকা কেরানীগঞ্জ কারাগারে একটি মামলায় আটক ছিলেন। যশোরের এই দুই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে যশোর আদালতে আনা হয়। মামলা দুটির শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে সাবেক নারী ও শিশু আদালতের পিপি মোস্তাফিজুর রহমান মুকুল মামলা করেন। মামলায় মিলনের বিরুদ্ধে মুকুলকে পুলিশ ফাঁড়ির মধ্যে পেটানোর অভিযোগ আনা হয়। অন্যদিকে, যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের আসাদুজ্জামানের বাড়ি গুঁড়িয়ে দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে করেন শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। যশোরের ওই দুই মামলায় আজ সকালে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জামিন দিলেও তার বিরুদ্ধে ঢাকায় মামলা থাকায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত ৩ অক্টোবর রাতে ঢাকা থেকে আটক হন তিনি।
- বিষয় :
- জামিন