ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

অপহরণের চার দিন পর শিশুর লাশ উদ্ধার

অপহরণের চার দিন পর  শিশুর লাশ উদ্ধার

আদিবা ইসলাম

মতলব (চাঁদপুর) প্রতিনিধি 

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ০১:১৪

মতলব দক্ষিণ উপজেলার পাঁচদোনা গ্রামে অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রী আদিবা ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শিশু অপহরণের প্রতিবাদে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের তৎপরতা বেড়ে যায়। পুলিশ-এলাকাবাসী খোঁজাখুঁজি করে আটক ইমনের বাড়ির পাশে খড়ের গাদার নিচ থেকে আদিবার লাশ উদ্ধার করে।
অপহরণের অভিযোগে একই এলাকার মুজিবুর রহমানের ছেলে ইমন ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকারকে আটক করা হয়েছে। 
এলাকাবাসী জানান, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন বেপারির স্কুলপড়ুয়া মেয়ে আদিবা ইসলাম (৮) গত ২০ জানুয়ারি বিকেল ৪টার দিকে বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করে।
আদিবার মা শামীমা আক্তার বলেন, আদিবার সঙ্গে খেলছিল এমন শিশুদের কাছ থেকে জানতে পারেন, আটক ইমন গোলাপ ফুলের গাছের চারা দেওয়ার কথা বলে আদিবাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ হয় আদিবা।
আদিবাকে অপরণের ঘটনায় গত ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শামীমা আক্তার। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ওই এলাকার আজিজ প্রধানীয়া বাড়ির পুকুরপাড়ে খড়ের বুষার নিচ থেকে আদিবার লাশ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় আধারা আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, আদিবা চারদিন আগে নিখোঁজ হয়। তার মা থানায় জিডি করলে বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে আজিজ প্রধানীয়া বাড়ির পুকুরপাড় থেকে আদিবার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই এলাকার ইমন ও ইয়াসিন নামে দু’জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×