কক্সবাজার পৌরসভা
সিসি ক্যামেরায় অর্থ আত্মসাৎ, নিম্নমানের সড়ক বাতি

কক্সবাজার পৌরসভায় দুদকের অভিযান
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ১১:৪৬
কক্সবাজার শহরে নিম্নমানের সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার পৌরসভায় অভিযান চালিয়ে দুর্নীতি ও অনিয়মের এসব তথ্য পায় দুদকের তদন্ত দল।
অভিযানের নেতৃত্ব দেওয়া দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বলেন, স্থানীয় ও পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার পৌরসভা ও উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সরকার কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সময়ে সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। তবে নিম্নমানের বাতি ও ক্যামেরা লাগিয়ে বড় ধরনের দুর্নীতি করা হয়েছে। এসব প্রকল্পের বাজেট বরাদ্দ, টেন্ডার প্রক্রিয়াও অনিয়মের তথ্য পাওয়া গেছে। এ জন্য আরও অনুসন্ধানের জন্য পৌর কর্তৃপক্ষকে প্রকল্প-সংশ্লিষ্ট কাগজপত্র আগামী রোববারের জমা দিতে বলা হয়েছে। প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের কার কতটুকু দায়িত্ব তাও খতিয়ে দেখা হচ্ছে।
কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন, দুদক তাদের কাছে জানতে চেয়েছে শহরের প্রধান সড়কগুলোতে সন্ধ্যার পর বাতি জ্বলে না কেন? এ ছাড়া কিছু কাগজপত্র চেয়েছে। তিনি আরও বলেন, শহরের উপসড়কগুলোতে বিশ্বব্যাংকের অর্থায়নে ও এলজিইডির মাধ্যমে পৌরসভা যে প্রকল্পটি বাস্তবায়ন করে সেটি আমি যোগ দেওয়ার আগে। তাই বিস্তারিত বলতে পারব না।
দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, শুরুতেই ব্যাপক নিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট প্রকল্পের পূর্ণাঙ্গ কাগজপত্র হাতে পাওয়ার পর কত টাকার দুর্নীতি ও অনিয়ম হয়েছে তা বলা যাবে।
- বিষয় :
- আত্মসাৎ
- দুর্নীতি দমন কমিশন
- কক্সবাজার