ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

পালন করা হলো না জন্মদিন

রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় প্রাণ গেল শিশুর

রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় প্রাণ গেল শিশুর

সাঁথিয়ায় রাস্তা পারাপারের সময় সিএনজির সঙ্গে ধাক্কা লেগে নিহত হয় সাদিব (৮)। ছবি: সমকাল

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ১৭:০৭ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ | ১৭:০৮

আজ ছিল সাদিবের জন্মদিন। বাড়িতে তার জন্মদিন পালনের আয়োজনও করেছিলেন বাবা-মা। কিন্তু পালন করা হলো না তার জন্মদিন! কে জানতো সাদিব জন্মদিনেই চলে যাবে পৃথিবীর মায়া ছেড়ে! সিএনজি কেড়ে নিল তার প্রাণ। বিলাপ করে কথাগুলো বলছিলেন নিহত শিশুর বাবা। এমনই ঘটনা ঘটেছে পাবনার সাঁথিয়ায়।

নিহত সাদিব উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুকা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার সাঁথিয়া-পুন্ডুরিয়া স্থানীয় সড়কের আফড়া শামুকজানি বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও দুর্ঘটনায় আহতরা জানান, সাঁথিয়ায় রাস্তা পারাপারের সময় সিএনজির সঙ্গে ধাক্কা লেগে নিহত হয় সাদিব (৮)। এ সময় সিএনজির যাত্রী সাঁথিয়া প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের দর্পনের উপজেলা প্রতিনিধি আশিক ইকবাল রাসেলসহ ৬ জন আহত হন।

গুরুতর আহত সিএনজি চালক মাহতাব উদ্দিনকে (৫০) প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি সাঁথিয়ার লক্ষ্মীপুর গ্রামের জয়েন খাঁ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন একটি সিএনজি সাঁথিয়া থেকে যাত্রী নিয়ে উপজেলার সাঁথিয়া-পন্ডুরিয়া স্থানীয় সড়কের আফড়া শামুকজানি বাজারের কাছে পৌঁছালে সাদিব রাস্তা পার হওয়ার সময় সিএনজির সামনে দিয়ে দৌড় দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দিলে সাদিব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

এ সময় সিএনজিটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে সিএনজির ৬ যাত্রী আহত হন। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত শিশু সাদিবের বাবা ফারুক হোসেন জানান, আজ সাদিবের জন্মদিন ছিল। ছেলের জন্মদিন পালন করার জন্য বাড়িতে আয়োজনও করা হয়েছিল। কিন্তু পালন করা হলো না। আমার ছেলে আর নেই। এর চেয়ে দুঃখের আর কিছু নেই।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×