ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বিদ্যুতের অবৈধ সংযোগ নিতে গিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২

বিদ্যুতের অবৈধ সংযোগ নিতে গিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২

হাবিবুর রহমান শাহরিয়ার

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ২০:২৯

চট্টগ্রামের রাউজানে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তারে জড়িয়ে হাবিবুর রহমান শাহরিয়ার (২৬) নামে সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাউজান পৌরসভার দায়ার ঘাটা সংলগ্ন এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে এ ঘটনা ঘটে। হাবিবুর বিদ্যুতের অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করছিলেন। এতে আহত হয়েছেন দুজন। 

হাবিবুর রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সানাউল্লাহর বাড়ির প্রয়াত মো. বাবুর ছেলে। হাবিবুরকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন একই এলাকার ফজল আলী সারাং বাড়ির আবুল কালামের ছেলে আবুল হাসনাত সায়মন (২১) ও বোচা উদ্দিন গাজির বাড়ির মো. আলীর ছেলে প্রবাসী আখতারুজ্জামান বাবু (২৬)। 

হাবিবুরের চাচাতো ভাই শহিদুল আলমস বলেন, রাতে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে সড়ক বাতিতে সংযোগ দিতে গিয়ে আগুন লাগে। সংযোগ করা তারের ধারণ ক্ষমতা কম হওয়ায় লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। 

শুক্রবার জানাজা শেষে হাবিবুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আহত সায়মন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। প্রবাসী আখতারুজ্জামান গহিরা জে.কে মোমেরিয়াল হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী প্রকৌশলী মুন্সি নুর মোহাম্মদ আশেক এলাহি হিরক বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। কারও কাছ থেকে কোনো তথ্যও পাননি। 

আরও পড়ুন

×