রাউজানে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

নিহত জাহাঙ্গীর আলম
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ২০:৩৪
চট্টগ্রামের রাউজানে শুক্রবার দুপুরে শুঁটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে। বেলা ১টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত আবু ছৈয়দ মেম্বারের ছেলে। নগরীর চাক্তাইয়ে জাহাঙ্গীর ট্রেডার্স নামে তাঁর একটি শুঁটকির দোকান রয়েছে। এ ছাড়া নোয়াপাড়ায় মাকসুদ কমিউনিটি সেন্টার নামে পারিবারিক প্রতিষ্ঠান রয়েছে।
একই ঘটনায় আব্বাস উদ্দিন (২৭) মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তিনি নিহত জাহাঙ্গীরের ভাগনে এবং মাকসুদ কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক। তিনি বর্তমানে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের ছোট ভাই মোহাম্মদ দিদার আলম জানান, তাঁর ভাই মালয়েশিয়ায় ব্যবসায়িক কাজ শেষে গত বৃহস্পতিবার দেশে এসেছেন। তিনি পরিবার-পরিজন নিয়ে নগরীতে বসবাস করেন। প্রতি শুক্রবার গ্রামের বাড়িতে এসে মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেই ধারাবাহিকতায় মোটরসাইকেলে ভাগনে আব্বাস উদ্দিনকে সঙ্গে নিয়ে বাড়ি আসার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। এতে দু’জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী সমকালকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি গুলিতে একজন নিহত হয়েছেন। আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ হতাহতের ঘটনা তদন্ত করছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর রাউজানে বিএনপির দুই পক্ষে অন্তত ২৬টি সংঘর্ষ ঘটেছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ ও মুন্সিরঘাটায় দুই দফা সংঘর্ষ হয়। তবে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কোনো রাজনৈতিক দলে যুক্ত ছিলেন না বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।