ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে দুই সরকারি দপ্তরে রহস্যজনক অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জে দুই সরকারি দপ্তরে রহস্যজনক অগ্নিকাণ্ড

আগুনে পুড়ছে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের হিসাব শাখার গুদাম ও ট্রাফিক কার্যালয় সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ২২:১৭

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের হিসাব শাখার গুদাম ও ট্রাফিক পুলিশের কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোরে শহরের আলোর মেলা এলাকায় জেলার পুরোনো কালেক্টরেট ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরগঞ্জ ও করিমগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 
প্রত্যক্ষদর্শী ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান জানান, তিনিসহ ট্রাফিকের এসআই বিপ্লব, এএসআই সুরুজ্জামান ও কনস্টেবল মো. ফারুক ট্রাফিক অফিসের একটি কক্ষে বাস করেন। গত রাতেও তারা ওই কক্ষে ঘুমিয়েছিলেন। ভোর ৪টার দিকে লম্বা টিনশেড ভবনের দক্ষিণ প্রান্তে আগুন লাগে। এক পর্যায়ে তারা চারজন ঘুম থেকে উঠে কোনোমতে ঘর থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। তাদের পাশের কক্ষেই জেলা প্রশাসক কার্যালয়ের হিসাব শাখার সব নথিপত্র সংরক্ষিত ছিল। এগুলোও পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, তা বুঝতে পারছেন না তিনি। 
সরেজমিন দেখা গেছে, লম্বা টিনশেড ভবনটির বিভিন্ন কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে এবং ফায়ার সার্ভিসের পানিতে ভিজে বিনষ্ট হয়ে গেছে। ঘরের চাল দেবে গেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার 
আবুজর গিফারি জানান, তাদের ভোর ৪টা ২০ মিনিটে আগুনের খবর জানানো হয়। এর পর কিশোরগঞ্জ ও করিমগঞ্জের ফায়ার সার্ভিস দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। 
গত কয়েক মাসের মধ্যে জেলা শহরে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি। তিনি বলেন, তদন্তের পর দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে তাঁর কাছে মনে হয়েছে শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেনি। তিনি জানান, প্রায় ২০ দিন আগে তিনি জেলা প্রশাসকের পরামর্শে পুরোনো কালেক্টরেটের রেকর্ড রুমসহ কয়েকটি স্থাপনা পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছিলেন। তাতে ওই ভবনের বৈদ্যুতিক ব্যবস্থা সংস্কারে তাঁর কিছু সুপারিশ ছিল।
 

আরও পড়ুন

×