ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

পর্যটক আকৃষ্ট করতে সাবরাং ট্যুরিজম পার্ক গড়ে তোলা হচ্ছে: প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

পর্যটক আকৃষ্ট করতে সাবরাং ট্যুরিজম পার্ক গড়ে তোলা হচ্ছে: প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ২৩:৩৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ | ২৩:৫৬

দেশি-বিদেশি পর্যটক আকৃষ্ট করতে সাবরাং ট্যুরিজম পার্ক গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি বলেন, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে এসব ট্যুরিজম পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার বিকেলে টেকনাফের নির্মাণাধীন সাবরাং ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে এসব কথা বলেন সিরাজ উদ্দিন। তিনি আরও বলেন, কক্সবাজার পর্যটননগরী হিসেবে পরিচিতি পেয়েছে। সাবরাং ট্যুরিজম পার্ক বাস্তবায়ন হলে অনেকের কর্মসংস্থান হবে।

এ সময় বেজার যুগ্ম সচিব দয়ানন্দ দেবনাথ, আবু হেনা মো. মুস্তাফা কামাল, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, বেজা সাবরাং ট্যুরিজম পার্ক জোনের পরিচালক আবু লাহেল,  ইউএনও শেখ এহসান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী, মডেল থানার ওসি গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বেজা জানায়, কক্সবাজারের টেকনাফের সুমদ্রসৈকতের তীরে পর্যটক আকর্ষণে সাবরাংয়ে ১৮৭ কোটি টাকা ব্যয়ে ৯৬১ একর জমিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধার পার্ক করা হচ্ছে। পর্যটন পার্কে নেদারল্যান্ডস, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ২৩ বিনিয়োগকারী ১১২ দশমিক ২৯ একর জমি বরাদ্দ পেয়েছেন। এর বিনিময়ে তারা ৪১৩ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। পার্কটি বাস্তবায়ন হলে অন্তত ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

আরও পড়ুন

×