ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

মাইজভান্ডারের ওরসে লাখো ভক্তের ঢল

মাইজভান্ডারের ওরসে লাখো ভক্তের ঢল

চট্টগ্রামে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৯তম বার্ষিক ওরসে ভক্তরা সমকাল

 চট্টগ্রাম ব্যুরো ও ফটিকছড়ি প্রতিনিধি 

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ০০:৫০

লাখো ভক্তের উপস্থিতিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হজরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৯তম বার্ষিক ওরস। গতকাল শুক্রবার রাতে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী ও গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদনশীন হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণ কামনা করা হয়। 
বাংলাদেশ ছাড়াও ভারত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, 
কুয়েত, চীন, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমানসহ নানা দেশ থেকে অসংখ্য ভক্ত মাইজভান্ডার দরবার শরিফে আসেন। 
সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী বলেন, মাইজভান্ডারী তরিকা ইসলামের মৌলিক আদর্শ ও আঞ্চলিক সংস্কৃতির মেলবন্ধনের চূড়ান্ত আধ্যাত্মিক রূপ। এ তরিকার অনুসারীরা ঐশী প্রেমনির্ভর 
শিক্ষা ও ইসলামী শরিয়তভিত্তিক চর্চায় কার্যকর ভূমিকা রাখছে। 
নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী বলেন, সুফি দর্শন মানবতার শিক্ষায় আলোকিত পথ দেখায়। 
হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী সব অবিচার থেকে মানবজাতিকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তিনি বলেন, গাউসুল আজম মাইজভান্ডারীর সাম্য ও শান্তির আদর্শ আত্মস্থ করতে হবে, চারদিকে পৌঁছে দিতে হবে। 
ওরস উপলক্ষে শাহ এমদাদিয়া ও গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি পালন করা হয়। 

আরও পড়ুন

×