আইইউবিএটির সভাপতি নোমান, সম্পাদক হাবিবুর

আব্দুল্লাহ আল নোমান প্রিন্স ও মো. হাবিবুর রহমান মিপান
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ২২:৫২
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এপিপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল নোমান প্রিন্স এবং সাধারণ সম্পাদক হয়েছেন টিএমএসএসের চিফ ইঞ্জিনিয়ার এন্ড ডিরেক্টর মো. হাবিবুর রহমান মিপান।
শুক্রবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। উৎসবমুখর পরিবেশে ৮৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আয়োজকরা জানান, এই প্রথম নির্বাচনের মাধ্যমে আইইউবিএটিতে কোন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হল। আইইউবিএটি থেকে প্রায় ১৫ হাজার অ্যালামনাই গ্রাজুয়েশন সম্পন্ন করে সুনামের সঙ্গে দেশ ও দেশের বাহিরে কর্মরত রয়েছেন। আইইউবিএটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এখন পর্যন্ত ৪৭টি ব্যাচে প্রায় ২ হাজারের বেশি ইঞ্জিনিয়ার গ্রাজুয়েশন সমাপ্ত করে দেশের উন্নয়নে নিয়োজিত আছেন।
নির্বাচন শেষে নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান প্রকৌশল অনুষদের ডিন ও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড প্রফেসর ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম ও অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার লেহাজ উদ্দিন।
- বিষয় :
- নতুন কমিটি