ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

তিনদিন পর সূর্যের দেখা তেঁতুলিয়ায়, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

তিনদিন পর সূর্যের দেখা তেঁতুলিয়ায়, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

তেঁতুলিয়া গত তিনদিন পর দেখা মিলল সূর্যের দেখা। ছবি: সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫ | ১০:৫২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ | ১১:২২

গত তিনদিন পর দেখা মিলল সূর্যের এই উপজেলার ওপর দিয়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ রোববার ভোর ৬টায় তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে। গতকাল তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকয়দিনের দুপুরের তাপমাত্রা ২১ জানুয়ারি মঙ্গলবার ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ২২ জানুয়ারি বুধবার ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ২৪ জানুয়ারি শুক্রবার ১৬ ডিগ্রি সেলসিয়াস, ২৫ জানুয়ারি শনিবার ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেুঁলিয়ায় কুয়াশা ও কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবীরা। বিশেষ প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে সমগ্র জেলাসহ উপজেলার মানুষ।

উপজেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়সহ উপজেলার ওপর দিয়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

আজ রোববার ভোর ৬টায় এই জেলায় তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় জেলায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

×