ভারতের বাঁধের কারণে আমাদের নদী শুকিয়ে যাচ্ছে: তারেক রহমান

তারেক রহমান। ছবি: সংগৃহীত
মাগুরা ও কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ২২:০৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ | ০৭:৩৮
ভারতের বাঁধের কারণে বাংলাদেশের নদী, খাল-বিল শুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভারত বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে আমাদের প্রধান নদীগুলো শুকিয়ে গেছে। ফলে চাষাবাদে সমস্যা দেখা দিয়েছে। ভারত যে বাঁধ দিচ্ছে, তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করতে হবে। বিগত সময়ে আমাদের সরকার আমলে বিষয়টি জাতিসংঘে উত্থাপিত হয়েছিল।
বৃহস্পতিবার বিকেলে মাগুরা নোমানী ময়দান মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ জিয়া সরকারের আমলে খাল কাটা কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল, যা এখন ভরাট হয়ে গেছে। একই সঙ্গে দেশের ছোট নদীগুলো ভরাট হয়েছে। পতিত সরকারের সময় নদী-খাল খনন কেমন হয়েছিল আপনারা জানেন। আমাদের এই অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। আবার খাল কেটে বাড়তি পানির ব্যবস্থা করতে হবে, যা শুকনো মৌসুমে কাজে লাগবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোশারফ হোসেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিদ্র ইসলাম অমিত, কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহানা আক্তার প্রমুখ।
এদিকে কুষ্টিয়ায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি, তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না। ঝড়, তুফান, বন্যা, খরা, বৃষ্টি যাই হোক না কেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নেই। আমাদের সেই ব্যবস্থা গড়ে তুলতেই হবে। এই লক্ষ্যপথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব।
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমী প্রমুখ।
- বিষয় :
- তারেক রহমান
- বিএনপির চেয়ারম্যান
- ভারত
- পানি