আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৩ জনের মরদেহ উত্তোলন

ছাত্র আন্দোলনে নিহত তিনজনের মরদেহ উত্তোলন করা হয়। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:১৪
আদালতের নির্দেশে ঢাকার সাভারের আশুলিয়া থেকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত তিনজনের মরদেহ উত্তোলন করা হয়েছে। আজ শনিবার দুপুরে আশুলিয়ার পৃথক স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার নেতৃত্বে এ মরদেহ উত্তোলন করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও একাধিক সূত্রে জানা গেছে, আজ সকালে আশুলিয়ার ভাদাইল এলাকার পাবনারটেক মহল্লার একটি কবরস্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশরাফুল ইসলামের মরদেহ উত্তোলন করা হয়েছে। এরপরে আশুলিয়ার বাইপাইল এলাকার চারালপাড়া মহল্লার একটি কবরস্থান থেকে জাহিদুল ইসলাম সাগরের মরদেহ উত্তোলন করা হয়। পরে দুপুরে আশুলিয়ার আমবাগান এলাকা স্থানীয় একটি কবরস্থান থেকে আবুল হোসেন মরদেহ উত্তোলনের কাজ চলছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার জানান, আদালতের নির্দেশে মরদেহগুলো উত্তোলন করা হয়েছে। সকাল থেকে আশুলিয়ার পাবনার টেক ও চারালপাড়া এবং আমবাগান এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো উত্তোলন করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
- বিষয় :
- সাভার