ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ইসলামী আন্দোলনের সম্মেলন

‘আগে সংস্কার পরে নির্বাচন’

‘আগে সংস্কার পরে নির্বাচন’

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩:১৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ বলেছেন, ক্ষমতায় গিয়ে সংস্কার করার প্রতিশ্রুতি জনগণ আর বিশ্বাস করে না। এর আগে একাধিক দলীয় সরকারই ক্ষমতায় ছিল। কিন্তু কেউই সংস্কারের ক্ষেত্রে গুরুত্ব দেয়নি। দেশের মানুষের কল্যাণের জন্য আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন করা জরুরি। 

শনিবার বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাগেরহাট জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী।

ইউনুছ আহমদ বলেন, আমরা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের বিলুপ্তি ঘটিয়েছি। পরে দেখলাম সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য দুই ভাগ হয়ে গেছে। ফ্যাসিস্টদের জায়গাগুলো দখল করেছে অন্য একটি দল, যা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। তারা আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আওয়ামী লীগ নেতাদের মতো তারাও ওয়াজ মাহফিলে গিয়ে আলেমদের সঙ্গে খারাপ আচরণ করছে। 

সম্মেলন শেষে বাগেরহাট জেলা ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটির ছয় সদস্যের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মাহফুজুর রহমান সভাপতি, সহসভাপতি ফকির শহিদুল ইসলাম, ফারুক হোসাইন ও এইচ এম সাইফুল ইসলাম এবং সেক্রেটারি মোশাররফ হোসাইন ও জয়েন্ট সেক্রেটারি মো. নুরুজ্জামান।

আরও পড়ুন

×