ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

খেলায় কটুকথা নিয়ে রাবিতে পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২০

খেলায় কটুকথা নিয়ে রাবিতে পাল্টাপাল্টি  ধাওয়া, আহত ২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববার আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় সমকাল

 রাবি প্রতিনিধি 

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:২১

আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে স্লেজিং (কটুকথা) করা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে ম্যানেজমেন্ট স্টাডিজ ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে এক শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 
আহত শিক্ষক-শিক্ষার্থী সবাই গণিত বিভাগের। আহত শিক্ষক অধ্যাপক জাকির হোসেন মাথায় আঘাত পেয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত শিক্ষার্থীরা হলেন– শহীদ আখতার, মানিক বাবু, সাইদ সিয়াম, মনির আহমেদ, আলী আহসান, সানাউল্লাহ, হাসিব মেজবাহ, অর্ণব, আল আরাফ, সাব্বির, লিখন, নাঈম, মুহিত প্রমুখ। তাদের মধ্যে শহীদ, 
মানিক, সাইদ, মনির, আরাফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যানেজমেন্ট স্টাডিজকে হারিয়ে ৩ রানের জয় পায় গণিত বিভাগ। খেলা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সমর্থকরা স্টেডিয়াম থেকে চলে যাওয়ার সময় স্লেজিং করা নিয়ে গণিত বিভাগের সমর্থকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে ম্যানেজমেন্ট বিভাগের সমর্থকরা স্টেডিয়ামের বাইরে থেকে গণিত বিভাগের সমর্থকদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সমর্থকরা লাঠিসোটা নিয়ে গণিত বিভাগের সমর্থকদের ওপর হামলা করেন। এতে গণিত বিভাগের অধ্যাপক জাকির হোসেনসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। 
 

আরও পড়ুন

×