টাঙ্গাইলে শিক্ষা সফরের চার বাসে ডাকাতি

.
সমকাল প্রতিবেদক ও ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:৩০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০৮:৪৯
টাঙ্গাইলের ঘাটাইলে এবার ডাকাতের কবলে পড়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে শিক্ষা সফরে আসা চারটি স্কুলবাস। ডাকাতরা বাসগুলো থেকে লুট করেছে টাকা ও মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের সাগরদীঘি ইউনিয়নের লক্ষণেরবাধা এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী এবং নোয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দু’জনকে বেঁধে ঝুলিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা।
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ডাকাতের কবলে পড়া শিক্ষা সফরের বাসগুলো ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের। বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা জানান, শিক্ষা সফরের জন্য গত সোমবার চারটি বাসে তারা রওনা দেন নাটোরের গ্রিনভ্যালি পার্কের উদ্দেশে। মঙ্গলবার ভোরে বাসগুলো ডাকাতের কবলে পড়ে। ঘাটাইলে একই সড়কে গত ১০ দিনে তিনটি ডাকাতির ঘটনা ঘটল।
সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান জানান, রাতে বাস দ্রুতগতিতে চলছিল। হঠাৎ সড়কের মাঝ বরাবর গাছের গুঁড়ি ফেলা দেখতে পান চালক। ডাকাতি চেষ্টার বিষয়টি আঁচ করে বন্ধ করে দেওয়া হয় বাসের জানালা ও দরজা। কিছু বুঝে ওঠার আগেই ১০-১২ জনের ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে আঘাত শুরু করে গাড়িতে। তারা পেছনের গাড়ি থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মালপত্র লুট শুরু করে। এরই মধ্যে আমরা ৯৯৯-এ ফোন করলে অল্প সময়ের মধ্যে পুলিশ আসে ঘটনাস্থলে। কিন্তু ততক্ষণে ডাকাতরা তিনটি বাসের যাত্রীদের মালপত্র লুট করে পালিয়ে যায়।
ডাকাতদের হাতে মারধরের শিকার হন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার। রবিন বলেন, আমি ছিলাম দুই নম্বর গাড়িতে। ওই গাড়িতে শুধু ছাত্রীরা ছিল। ডাকাতরা আমার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর যখন ছাত্রীদের দিকে যাচ্ছিল, তখন বাধা দিই। এর পর আমাকে আঘাত করে। ডাকাতদের অস্ত্র ও কার্যকলাপ দেখে গাড়িতে জ্ঞান হারান কৃষি বিষয়ের শিক্ষক আবুল কালাম। ভয়ে কান্নাকাটি শুরু করে শিক্ষার্থীরা।
ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, শিক্ষা সফরের বাসগুলোর যাত্রীদের থেকে ডাকাতরা সাতটি মোবাইল ফোন ও ২ হাজার ৭০০ টাকা নিয়েছে বলে জেনেছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ অভিযোগ দেননি।
সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, তিনটি বাস থেকে ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও ১০টি মোবাইল ফোন নিয়ে গেছে।
ডাকাতির ঘটনায় মঙ্গলবার রাত ১১ টার দিকে থানায় মামলা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সমকালকে বলেন, ডাকাতদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। আশা করছি, দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ বলেন, আমি এ উপজেলায় গতকাল যোগ দিয়েছি। শিক্ষা সফরে যাওয়ার পথে স্কুলবাস ডাকাতির ঘটনা আমি শুনেছি।
উত্তরায় দুজনকে বেঁধে ঝুলিয়ে রাখল জনতা
সমকাল প্রতিবেদক জানান, রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দু’জনকে আটক করে বেধড়ক পিটুনি দেওয়ার পর দড়ি দিয়ে বেঁধে ফুট ওভারব্রিজে উল্টো করে ঝুলিয়ে রাখে জনতা। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দু’জন হলেন– উত্তর বাড্ডার মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. নাজিম (৩৫) ও ভাসানটেক এলাকার মো. বকুল (৪০)। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ সমকালকে বলেন, ছিনতাইকারী সন্দেহে আটক দু’জনকে বিএনএস সেন্টারের সামনে ফুট ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছিল। পুলিশ তাদের উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করেছে।
ওই দু’জনকে বেঁধে ঝুলিয়ে রেখে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, কয়েকশ লোক জড়ো হয়ে দু’জনকে ঘিরে রয়েছে। কেউ কেউ তাদের মারধর করছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা চালাচ্ছেন। অনেকেই এ ঘটনা মোবাইল ফোনে ভিডিও করছিল।
এদিকে গতকাল উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত অভিযোগে চাঁন পাশা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওয়ারীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
রাজধানীর ওয়ারীতে আবু কায়সার নামে এক জুতা ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যা ৭টার দিকে বনগ্রাম দিলীপ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ব্যবসায়ীর বাবা আবু সায়েম বলেন, সন্ধ্যায় রিকশায় করে যাওয়ার সময় ছিনতাইকারীরা কায়সারের গতি রোধ করে। এ সময় তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে বাধা দেন। তখন তাঁর কাঁধ, দুই হাত, পিঠ ও বাঁ পায়ে গুরুতর জখম করে টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যাত্রাবাড়ীতে যুবককে গুলি করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই
রাজধানীর যাত্রাবাড়ীতে সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. জাহিদ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
যাত্রাবাড়ীতে বাসার সামনেই যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে বিবির বাগিচা এলাকায় পূর্বশত্রুতার জেরে বাসার সামনেই ইকবাল হোসেন (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ইকবাল পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়ণপাশার মৃত আব্দুল বারেকের ছেলে।
ছিনতাইয়ের প্রতিবাদে মশাল মিছিল, ওসির অপসারণ দাবি
মোহাম্মদপুর এলাকায় বেপরোয়া ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তাণ্ডবের প্রতিবাদে মশাল মিছিল করেছে স্থানীয় ছাত্র-জনতা। সেই সঙ্গে মোহাম্মদপুর থানার ওসিকে অপসারণে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে থানার সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা জানান, মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তাণ্ডব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। মোহাম্মদপুর থানার ওসি এই সমস্যা সমাধানে কার্যকর কোনো ভূমিকা রাখছেন না। পুলিশের নীরবতায় জনমনে অবিশ্বাস সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা
টঙ্গী প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্টেশনরোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্টেশনরোড এলাকায় এক পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল ওই যুবক। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ধরে ফেলে। পরে তাকে স্টেশন রোড-সংলগ্ন একটি ফাঁকা জায়গায় নিয়ে পিটুনি দেয় উপস্থিত লোকজন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত
কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তাঁর মৃত্যু নিয়ে স্বজন ও পুলিশের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম দাবি করেন, অনৈতিক সম্পর্কের জেরে ওই নারীকে হত্যা করা হয়। এ ঘটনায় ইমাম হোসেন নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার ইমামের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারীর সঙ্গে ইমামের বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মাঝে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এর এক পর্যায়ে গতকাল কেরানীগঞ্জের আগানগর বউবাজার এলাকায় সীমার বাসায় যায় ইমাম। সেখানে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে সে ওই নারীকে ছুরিকাঘাত করে। পরে পালানোর সময় আশপাশের লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকে হেফাজতে নেয় পুলিশ।
তবে সীমার স্বামী আক্তার হোসেন বলেন, সন্ধ্যার দিকে মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীরা আমার স্ত্রীকে কুপিয়ে টাকা ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে আমি সেখানে যাই। সেখানে চিকিৎসক জানান, সীমা আর বেঁচে নেই। তার মাথায়, হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সীমার বাড়ি মাদারীপুর জেলার সদর থানার বড়কান্দি এলাকায়।
চোর চিনে ফেলায় গৃহবধূকে হত্যা
নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালী সদর উপজেলায় বসতঘরে চুরি করতে আসা চোরকে চিনে ফেলায় তাসলিমা আক্তার রোজি (৬০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাতেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম ওবায়দুল হক তারেক (৩৮)। সে সদর উপজেলার জালিয়াল গ্রামের আব্দুল হকের ছেলে। মঙ্গলবার বিকেলে নোয়াখালী সুধারাম মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ ইব্রাহিম।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই আহসান উল্যাহ রহিম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের আদালত পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, আসামি তারেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমদাদ হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই এসআই আহত
চট্টগ্রাম ব্যুরো জানায়, ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের দুই এসআই। গতকাল দুপুরে নগরীর ডবলমুরিং থানার বারিকবিল্ডিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন আহলাদ ইবনে জামিল ও নজরুল ইসলাম। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
- বিষয় :
- ডাকাতি