ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাজেকে তদন্ত কমিটি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাজেকে তদন্ত কমিটি

সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায় তদন্ত কমিটি

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:১৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা  পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। বুধবার দুপুরে তদন্ত কমিটির প্রধান রাঙামাটির স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলী মোবারক হোসেনসহ পাঁচ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত কমিটির প্রধান মোবারক হোসেন বলেন, ইকো ভ্যালী রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্ট সার্কিট বা সিগারেটের পরিত্যক্ত আগুন থেকে এ আগুন লেগেছে।

এদিকে আজ সকালে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে ৩০ কেজি চাউল, সাড়ে সাত হাজার টাকা, শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। 

সোমবার দুপুরে সাজেকে অগ্নিকাণ্ডে কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁসহ ৯৭টি বসতঘর পুড়ে যায়। পরে এ ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে প্রায় শতকোটি টাকারও বেশি। তারা জানান, আগুনে শুধু ৩৪ কটেজ ও রিসোর্ট পুড়ে গিয়ে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

×