সড়কের পাশে তরুণের লাশ

ছবি: প্রতীকী
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:৫০
ফেনীর ছাগলনাইয়ায় বেলাল হোসেন মোছাদ্দির (২১) নামের এক তরুণের লাশ পাওয়া গেছে সড়কের পাশে। বুধবার সকালে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের কাছে পাওয়া যায় তাঁর লাশ।
বেলাল হোসেন স্থানীয় মিন্টু মোছাদ্দিরের ছেলে। তিনি ছাগলনাইয়া বাজারের একটি মুদি দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়িতে আসেন। ঘণ্টাখানেক পর বাড়ির পাশের দোকানে যাওয়ার পর ফেরেননি। বুধবার ফজরের নামাজের পর রাস্তার পাশে তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী।
মিন্টু মোছাদ্দিরের ভাষ্য, তাঁর স্ত্রী অনেক আগেই মারা গেছেন। তাদের পারিবারিক কোনো শত্রু নেই। ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও এতে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ওই তরুণের মরদেহ থানায় নিয়ে আসে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তেই তাঁর মৃত্যুর কারণ বেরিয়ে আসবে।
- বিষয় :
- ফেনী