ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

মাদক উদ্ধারে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত, আহত হাবিলদার

মাদক উদ্ধারে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত, আহত হাবিলদার

প্রতীকী ছবি

যশোর অফিস

প্রকাশ: ১২ মার্চ ২০২৫ | ০৯:৩৮

বেনাপোলের পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক (২৮) নামে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের পুটখালী-বারোপোতা সড়কে এ দুর্ঘটনা বিজিবির হাবিলদার দেলোয়ার হোসেন আহত হয়েছেন। আহত বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

বিজিবি খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার সমকালকে জানান, পুটখালী বিওপির অধীন মসজিদবাড়ি পোস্টে দায়িত্ব পালনরত হাবিলদার দেলোয়ার হোসেন ও সিপাহী মোজাম্মেল হক মাদক উদ্ধারের জন্য মোটরসাইকেলযোগে বারোপোতা বাজারের দিকে যাচ্ছিলেন। মসজিদবাড়ি পোস্টের কাছে আহমদব্রিজ নামক স্থানে তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা রাস্তার পাশে ছিটকে পড়লে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন এবং হাবিলদার দেলোয়ারকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

বিজিবির এই কর্মকর্তা বলেন,  হাবিলদার দেলোয়ারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল থেকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

আরও পড়ুন

×