টঙ্গীতে নিখোঁজের তিনদিন পর প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৪:২২
গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের তিনদিন পর ইউনুস মুন্সি (৪৫) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইউনুস শরিয়তপুর জেলার সফিপুর থানার বড় কান্দা গ্রামের সফিক মুন্সির ছেলে।
জানা যায়, ইউনুস গত ৩ মার্চ সস্ত্রীক টঙ্গীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। গত ২৬ জুন সকালে টঙ্গীর আউচপাড়া খাঁপাড়া রোডে আত্মীয়ের বাসা থেকে স্থানীয় মোক্তার বাড়ি রোডের উদ্দেশে বের হন তিনি। পরে আর তিনি বাসায় ফেরেননি। এ ব্যাপারে তার স্ত্রী ফাতেমা ওইদিন রাতে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে এমন খবর পেয়ে স্বজনরা থানায় গিয়ে ইউনুসের মরদেহ শনাক্ত করেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। লাশের মুখমণ্ডলসহ শরীর ফুলে বিকৃত হয়ে গেছে। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা এ ব্যাপারে ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউনুসের আত্মীয় ইসমাঈলকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- টঙ্গী
- মরদেহ উদ্ধার
- প্রবাসী