নোয়াখালীতে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৫:১১
নোয়াখালীতে কবিরহাট থানার ওসিসহ আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ হাজার ৪৭ জন।
সোমবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে সদরে ৯, সোনাইমুড়ীতে ৪, কবিরহাটে ১৫ ও সুবর্ণচর উপজেলায় ৬ জন রোগী রয়েছেন। এ পর্যন্ত সদরে ৬৪০ জন, সুবর্নচরে ১২৩ জন, হাতিয়ায় ১৬ জন, বেগমগঞ্জে ৬৩৭ জন, সোনাইমুড়ীতে ১০৪ জন, চাটখিলে ১৩২ জন, সেনবাগে ৯৭ জন, কোম্পানীগঞ্জে ৮৮ জন ও কবিরহাটে ২১০ জন শনাক্ত হয়েছেন।