ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

রামগতিতে করোনার উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

রামগতিতে করোনার উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৫:৩০

লক্ষ্মীপুরের রামগতিতে করোনার উপসর্গ নিয়ে নাছির উদ্দিন (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  মৃত নাছির উদ্দিনের বাড়ি উপজেলার চররমিজ ইউনিয়নের বিবিরহাট এলাকায়।

চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম ছারওয়ার জানান, নাছির উদ্দিন কয়েক দিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুর রহিম জানান, করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছেন। বিস্তারিত খোঁজ-খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


আরও পড়ুন

×