সিসিটিভি ফুটেজে লঞ্চডুবির দৃশ্য

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৫:৫১ | আপডেট: ২৯ জুন ২০২০ | ১০:০৮
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে সিসিটিভিতে সোমবার লঞ্চডুবির দৃশ্য ধরা পড়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হয়েছে। সিসিটিভিতে বৃহৎ লঞ্চের ধাক্কায় একটি ছোট্ট লঞ্চকে দুমড়ে মুচড়ে ডুবে যেতে দেখা যাচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বুড়িগঙ্গা বেয়ে চলছিল দুটি যাত্রীবাহী লঞ্চ। বড়টি ‘ময়ূর-২’, ছোটটি ‘মর্নিং বার্ড’। একটির পেছনে আরেকটি চলছিল কিছুক্ষণ। হঠাৎই ছোট লঞ্চটি বাঁ দিকে একটু বাঁক নেয়। ঠিক এ সময় ময়ূর-২ ছোট লঞ্চটিকে ধাক্কা দেয়। প্রথমে কাত, পরে উপুড় হয়ে তলিয়ে যায় মর্নিং বার্ড। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই লঞ্চটি তলিয়ে যায়।
বুড়িগঙ্গায় সোমবার সকালের এই লঞ্চডুবির র্ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
- বিষয় :
- লঞ্চডুবি
- বুড়িগঙ্গা