নবাবগঞ্জে করোনায় আরও ২ জনের মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৬:৩২
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুষেন চন্দ্র বালো (৭০) ও মিনু বেগম (৭০) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুষেন চন্দ্র বালো (৭০)। তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য পরিদর্শক ছিলেন। তার বাড়ি উপজেলা সদর ইউনিয়ন কলাকোপা বড়নগর গ্রামে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ সুষেনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। সোমবার বিকালে স্বাস্থ্য বিধি মেনে কলাকোপা মরদেহ দাহ করা হয় উপজেলা হিন্দু সৎকার কমিটির অনুপম দত্ত নিপুর নেতৃত্বে।
অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে রোববার ভোর সাড়ে ৪টায় উপজেলার গালিমপুর শাহবাদ এলাকার মিনু বেগম (৭০) নামের এক নারী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত মিনু বেগম গালিমপুর শাহবাদ গ্রামের এসএম হাবিবুল্লাহর স্ত্রী। গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মিনু বেগম ঢাকায় তার মেয়ের বাড়িতে থাকতেন। মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলাফল পজেটিভ আসে।
রোববার বাদ মাগরিব স্বাস্থ্যবিধি মেনে উপজেলা দাফন কমিটির প্রধান নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেলের নেতৃত্বে ইউপি চেয়ারম্যান তপন মোল্লার তত্ত্বাবধানে শাহবাদ পারিবারিক কবরস্থানে মিনু বেগমের লাশ দাফন করা হয়।
- বিষয় :
- নবাবগঞ্জ
- করোনাভাইরাস