ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

কিশোরগঞ্জে নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ২৩:৩৫

কিশোরগঞ্জে মঙ্গলবার নতুন করে ৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ১৩ উপজেলায় এক হাজার ৪৬৩ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮০৭ জন। মারা গেছেন ২৪ জন। 

মঙ্গলবার নতুন করোনা শনাক্ত হওয়া ৫৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, হোসেনপুর উপজেলায় ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, কটিয়াদী উপজেলায় ৮ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ২৩ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন। 

কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল  ল্যাবে মোট ৩৬১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। 

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান মঙ্গলবার সকালে সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৩৬১ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে মোট ৫৬ জনের পজেটিভ ও ৩০৪ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন কোভিড-১৯ পজেটিভ একজনের আবারো পজেটিভ এসেছে। 

সিভিল সার্জন আরো জানান, কিশোরগঞ্জ জেলায় মোট ১ হাজার ৪৬৩ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ২৯৭ জন, হোসেনপুর উপজেলার ৩৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৯৫ জন, তাড়াইল উপজেলায় ৭৫ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৬৪ জন, কটিয়াদী উপজেলায় ৮৫ জন, কুলিয়ারচর উপজেলায় ৯৪ জন, ভৈরব উপজেলায় ৫০২ জন, নিকলী উপজেলায় ২৩ জন, বাজিতপুর উপজেলায় ১১৯ জন, ইটনা উপজেলায় ২৮ জন, মিঠামইন উপজেলায় ৩৬ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৪ জন মারা গেছেন।

আরও পড়ুন

×