ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ

ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫ | ২২:৩০

‘লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি’র উদ্যোগে দুস্থ অসহায় দেড় শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আলীপুর বাদামতলী সড়কে ঈদ উপহারসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

জেলা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ১৫০ জন দরিদ্র মানুষকে ঈদ উপহারসামগ্রী দেওয়া হয়। ঈদসামগ্রী বিতরণী অনুষ্ঠানে দু’জন ক্যান্সার রোগীকে চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া স্থানীয় তিনটি মসজিদে ১০ হাজার করে ৩০ হাজার টাকা দেওয়া হয়।

ঈদসামগ্রী ও অর্থ সহায়তা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির সভাপতি লায়ন রাহাত হাসান লিমন, সেক্রেটারি লায়ন সাইফুল ইসলাম, লায়ন এ কে এম সামছুল আলম, লায়ন মোস্তাফিজুর রহমান লাবলু, লায়ন অনু বিনতে হাকিম, লায়ন রিপন আহম্মেদ বাপ্পি, লায়ন ডা. লুৎফর রহমান ও লায়ন পারভেজ শেখ। 

আরও পড়ুন

×