ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

এসির কার্টনে মিলল নারীর রক্তাক্ত লাশ

এসির কার্টনে মিলল নারীর রক্তাক্ত লাশ

ছবি: সমকাল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫ | ২১:৫৯

মানিকগঞ্জে এয়ার কন্ডিশনার (এসি) কার্টন থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য চিত্ত রঞ্জন সরকার জানান, স্থানীয়রা শুক্রবার সকালে মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকার বাঁশঝাড়ে একটি এসির কার্টন দেখতে পায়। পরে গ্রাম পুলিশ হোসেন আলীকে দিয়ে বাঁশঝাড় থেকে ওই কার্টন উদ্ধার করে সড়কের পাশে রাখা হয়। তবে কার্টন থেকে পচা দুর্গন্ধ ও রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে কার্টনটি খুলে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করে। 

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।  

সদর থানার ওসি এস এম আমানউল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের আঁধারে অজ্ঞাত ওই নারীর মরদেহ কার্টনে ভরে বাঁশঝাড়ে ফেলে গেছে জড়িতরা। পুলিশ নিহতের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। 

আরও পড়ুন

×