ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ফরিদপুরে গানে কবিতায় বর্ষ বিদায়

ফরিদপুরে গানে কবিতায় বর্ষ বিদায়

ছবি-সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫ | ০০:০৩

১৪৩১ বঙ্গাব্দকে বিদায় জানাতে উদ্যোগ নিয়েছে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা। রোববার সন্ধ্যায় ফরিদপুর শহরের কোর্ট চত্বরে স্বাধীনতা মঞ্চে গানে নৃত্যে কবিতায় পুরনো বছরকে বিদায় জানায় তারা।
 
বর্ষ বিদায়ের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সদস্য সচিব হাসানউজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সাহানা জলি।
 
সেখানে সংস্থার নিজস্ব শিল্পীরা রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, দেশাত্মবোধক গান ও কবিতায় পুরাতন বর্ষকে বিদায় জানান। মুক্ত মঞ্চে অনুষ্ঠান চলাকালে স্থানীয় সংস্কৃতি প্রেমীরা উপস্থিত থেকে শিল্পীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানের নিরাপত্তা নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন

×