ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের ডিসি হিলে বৈশাখের মঞ্চ ভাঙচুর

বর্জনের ঘোষণা সংস্কৃতিকর্মীদের

চট্টগ্রামের ডিসি  হিলে বৈশাখের  মঞ্চ ভাঙচুর

চট্টগ্রাম নগরীর বৌদ্ধ মন্দিরসংলগ্ন ডিসি হিলে রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে একদল লোক। রাতে তোলা সমকাল

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫ | ০১:২৪

চট্টগ্রাম নগরের ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানের জন্য তৈরি করা মঞ্চ, প্যান্ডেল, চেয়ার, ব্যানারসহ আনুষঙ্গিক জিনিসপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেশ কয়েকজন যুবক এই ভাঙচুর চালায়। 
পুলিশ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা বলার পরও এমন ঘটনা ঘটায় ক্ষুব্ধ আয়োজকরা। ঘটনার নিন্দা জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র  চট্টগ্রাম জেলা শাখা। এদিকে মঞ্চ ভাঙচুরের প্রতিবাদে পহেলা বৈশাখের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা।   

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাঙচুর করার সময় যুবকরা ঘোষণা দেয়– শেখ হাসিনার বিচার যতদিন হবে না, ফ্যাসিস্টদের বিচার যতদিন হবে না; এ ধরনের অনুষ্ঠান করতে দেওয়া হবে না। সাউন্ডের কাজ করতে আসা এক প্রত্যক্ষদর্শী বলেন, ২০ থেকে ২৫ যুবক একটি মিছিল নিয়ে ঢুকে পড়ে। পর্দাগুলো ছিঁড়ে ফেলে, মঞ্চে উঠে ভাঙচুর করে।  
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, দুর্বৃত্তদের হামলায় সবকিছুই তছনছ হয়ে গেছে। তাই এখানে আর অনুষ্ঠান না করার সিদ্ধান্ত হয়েছে। পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, ‘শঙ্কা-আতঙ্ক নিয়ে এত বড় অনুষ্ঠান করা যায় না। পহেলা বৈশাখে হাজার হাজার শিশু-কিশোর আসবে। কয়েক হাজার মানুষের সমাগম হবে এখানে। এসব মানুষের জীবনের ঝুঁকি নেবে কে। এ অবস্থায় আমরা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা তখন কাজ শেষ করে চলে যাচ্ছিলাম। ঠিক তখনই ২০ থেকে ৩০ যুবক একটি মিছিল নিয়ে আসতে দেখি। তারা হঠাৎ করে ডিসি হিলের ভেতরে ঢুকেই ভাঙচুর শুরু করে।’  

ডিসি হিলে নববর্ষ উদযাপন পরিষদের অন্যতম সংগঠক প্রণব চৌধুরী বলেন, বৈশাখের আগের দিন এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি বড় ধাক্কা।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন জানান, ভাঙচুরের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

আরও পড়ুন

×