ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা

অভিযোগপত্র জমা, প্রধান আসামি হিটু

অভিযোগপত্র জমা, প্রধান আসামি হিটু

প্রতীকী ছবি

 মাগুরা প্রতিনিধি 

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫ | ০১:২৫

মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ। গতকাল রাত ৯টার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি জমা দেন তদন্ত কর্মকর্তা ও সদর থানার ওসি (তদন্ত) মো. আলাউদ্দিন। অভিযোগপত্রে আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান আসামি করে মামলার চার আসামিকেই অভিযুক্ত করা হয়েছে। 
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, অভিযোগপত্রে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি করা হয়েছে হিটু শেখকে। তার স্ত্রী রোকেয়া বেগমকে তথ্য গোপন, আছিয়ার বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে ভয়ভীতি দেখানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

শ্রীপুরের জারিয়া গ্রামের আট বছরের শিশু আছিয়া গত ১ মার্চ মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে ৬ মার্চ ধর্ষণ করা হলে প্রথমে তাকে মাগুরা হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়। 

এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমের নামে মামলা করেন। পুলিশ ঘটনার পর আভিযুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে। পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনে রিমান্ড আবেদন করেন। মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচি রায় প্রধান আসামি হিটু শেখকে সাত দিন ও অন্য তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে প্রধান আসামি হিটু শেখ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচি রায়ের আদালতে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, আইন অনুযায়ী তদন্ত শেষে ৩০ কর্মদিবসের মধ্যে পুলিশের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ২৪ এপ্রিল ছিল প্রতিবেদন জমার শেষ দিন। এর আগেই গতকাল রোববার চারজনকে অভিযুক্ত করে চূড়ান্ত অভিযোগপত্র আদালতে জমা দেন তদন্ত কর্মকর্তা।

আরও পড়ুন

×