মাধবপুরে বিএনপির বর্ষবরণ

মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। ছবি- সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫ | ১৫:৪৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নববর্ষের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহানের নেতৃত্বে সোমবার সকালে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মাধবপুর বাজারের অলিগলি প্রদক্ষিণ করে।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক ফরিদুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম মামুন, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া, জসিম শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ, যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন রিংকু প্রমুখ।
- বিষয় :
- শোভাযাত্রা
- বিএনপি